Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

 

প্রশিক্ষণ  পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

প্রশিক্ষণ

(ক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণঃ              সমিতির সদস্যদেরকে কৃষি ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে (আইজিএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন- মোরগমুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরন, ছাগল পালন, হাঁস পালন, নার্সারী, শাকসবজি চাষ, মৎস্য চাষ ইত্যাদি।

i) প্রশিক্ষণ চিঠি

ii) হাজিরা রেজিষ্টার

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে

০২-০৩ দিন

ডিডি, ইউডিবিও ও জাতি গঠনমূলক সংস্থার কর্মকর্তাবৃন্দ

 

(খ) প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণঃ সমিতি পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পিডিবিএফ এর বিভিন্নমুখী সেবা সুবিধা তাদের দোর গোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্যারাটেক তেরী করা হয়েছে। প্রতিবছর নির্বাচিত সদস্যগণকে জেলা পর্যায়ে প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্যারাটেকগণ বিভিন্ন বিষয়ে প্রাথমিক সমস্যার সমাধান দিয়ে থাকেন। ফলে সমিতির সদস্যগণ বিশেষভাবে উপকৃত হন।

i)প্রশিক্ষণ চিঠি

ii) হাজিরা রেজিষ্টার      

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে             

০৩-০৫ দিন

ডিডি, ইউডিবিও ও জাতি গঠনমূলক সংস্থার কর্মকর্তাবৃন্দ i

 

(গ) নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণঃ পিডিবিএফ সমিতির সভানেত্রী ও দলনেতাদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ে ০২ (দুই) দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

i)প্রশিক্ষণ চিঠি

ii)হাজিরা রেজিষ্টার

রেজিষ্ট্রেশন ফি ১০/- টাকা যাতায়াত ও আপ্যায়ন ব্যয় প্রতিষ্ঠান বহন করে           

০২-০৩ দিন

ডিডি, ইউডিবিও, জাতি গঠনমূলক সংস্থার কর্মকতা ও স্থানীয় জনপ্রতিনিধি

 

(ঘ) প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠকঃ

সমিতির সকল সদস্যকে সপ্তাহে একবার প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠকের মাধ্যমে বছরের ৫২ সপ্তাহে ৫২ টি বিষয়ের উপরে প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে প্রায় সকল সদস্যকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, স্যানিটেশন, পরিবেশ, বনায়ন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, নারীর আইনগত অধিকার ও ক্ষমতায়ন, জেন্ডার ও সামাজিক সচেতনতা ইত্যাদি বিষয়ে স্বচ্ছ ধারণা প্রদানসহ সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। |

i)সাপ্তাহিক প্রশিক্ষন ফোরাম সহায়িকা ii)হাজিরা রেজিষ্টার      

বিনামূল্যে     

০১ দিন

মাঠ কর্মকর্তা/ মাঠ সংগঠক